২৪ পরগনা,০২ ডিসেম্বর- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ঘোষণা দিয়েছেন তাঁর সরকারই গরিবরদের ভাতা দেবে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবার জনসভায় তিনি এ ঘোষণা দেওয়ার পর পঞ্চায়েত দফতরকেও একই নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ভাতার টাকা দেওয়া বন্ধ করলেও, তাঁর সরকার এককভাবেই তা দিয়ে যাবে। কারণ তাঁর সরকার চিরকাল গরিবদের পাশে ছিল, আজও আছে, ভবিষ্যেতও থাকবে। এ সময় মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, কেন্দ্রের মোদী সরকার আড়াই লক্ষ গরিব মানুষের ভাতা বন্ধ করে দিয়েছে। কিন্তু তিনি এই ভাতা বন্ধ করার পক্ষে নন। তাই কেন্দ্রীয় নির্দেশ মেনেই পঞ্চায়েত দফতরকে নয়া বিজ্ঞপ্তি বাতিল করে পুনরায় বিধবা ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এই ভাতা দিতে তাঁর খরচ হবে ২৬৮ কোটি টাকা। এককভাবে রাজ্য সরকারই সেই টাকা বহন করবে বলে জানান তিনি। গরিবদের বিধবা ভাতা দেওয়া কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রকল্প ছিল। কেন্দ্র সম্প্রতি গরিব মানুষদের বিধবা ভাতা প্রদানের জন্য কিছু শর্ত পাঠায়। সেই নির্দেশ অনুযায়ী রাজ্যের পঞ্চায়েত দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেনও বিধবা যদি নিজের বাড়িতে থাকেন, তবে তাঁর আর এই ভাতা মিলবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত জানার পর পঞ্চায়েত দফতরকে নির্দেশ পাঠান ওই বিজ্ঞপ্তি অবিলম্বে উৎখাত করতে। সেইমতোই তিনি গোসাবার সভায় ঘোষণা করেন এই গরিবদের বিধবা ভাতা দেওয়ার কথা। শুক্রবার উত্তর ২৪ পরগনার বসিরহাটের সভাতেও তিনি একই বার্তা দেন। এবং তাঁর সরকারের পঞ্চায়েত দফতরকে নির্দেশ দেন গরিবদের ভাতা দেওয়ার বিষয়ে প্রস্তুত হতে। মমতা বলেন, বঞ্চিত সমস্ত গরিব মানুষকেই এই ভাতা দেওয়া হবে। তিনি সব মানুষের পাশেই থাকবেন। কেন্দ্র যদি তাঁর অংশের টাকা না দেয়, সেই টাকা কষ্ট করে হলেও দেবে রাজ্য সরকার। কিন্তু গরিব মানুষকে বঞ্চিত করতে পারবেন না তিনি। পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত ফের মাস্টারস্ট্রোক হতে চলেছে আর একটি। সেইসঙ্গে এই সিদ্ধান্ত কেন্দ্রের সরকার ও রাজ্যের বিজেপিকেও বার্তা দেওয়া বলে মনে করচে রাজনৈতিক মহল। সেইসঙ্গে তিনি এদিন ১০০ দিনের কাজ নিয়েও সরব হন কেন্দ্রের বিরুদ্ধে। কেন্দ্র যে এক্ষেত্রেও গরিব মানুষকে পাতে মারতে চাইছে, সেই অভিযোগ এদিন ফের শোনা যায় মুখ্যমন্ত্রীর কণ্ঠে। এমএ/ ১১:৫৫/ ০২ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2j8jBOK
December 02, 2017 at 05:57PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
মাওবাদী হানায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
07 Oct 20200টিকলকাতা, ৭ অক্টোবর- কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের ঘোষণা মতোই ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মাও...আরও পড়ুন »
ডেমোক্রেসির বদলে বাংলায় মমতাক্রেসি চলছে
06 Oct 20200টিকলকাতা, ৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্লাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...আরও পড়ুন »
বিজেপি নেতা মণীশ খুনের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ
06 Oct 20200টিকলকাতা, ০৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও উত্তপ্ত পরিস্থিতি ব...আরও পড়ুন »
বিজেপি নেতা মনীশ শুক্লার মৃত্যু ঘিরে রণক্ষেত্র বারাকপুর
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় সোমবার সকাল থেক...আরও পড়ুন »
পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে গুলি করে হত্যা
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মণীশ শুক্লা নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.