ঢাকা, ২৭ ডিসেম্বর- পরীমণির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত উক্তিগুলো পাঠকদের জন্য নিচে তুলে ধরা হলো: আমি তো এই আমিটা, আমার মুখে মায়ের বুলি। আমি তো এই আমিটা, চোখটা জুড়ে স্বপ্ন বুনি। আমি তো এই আমিটা, বুকটা ভরা মায়ার খনি। আমি তো এই আমিটা, দুহাত করে যত্ন ধরি। আমি তো এই আমিটা, দুর্গম পথ দুপায়ে মাড়ই। আমি তো এই আমিটা, কণ্ঠে কোমল সুরও সাধি। আমি তো এই আমিটা, সিঁথি কাটা চুলে বেনুনি বাঁধি। আমি তো এই আমিটা, কষ্ট পেলে ডুকরে কাঁদি। তবে আমি এ কোন আমি? যে রাগের কাছে উগ্র চরি! তবে আমি এ কোন আমি? যে নিকৃষ্ট সেই ক্ষণজন্মাতে আপোষ করি! তবে আমি এ কোন আমি? যে গলা চরাই বিশ্রী ঐ উন্মাদনায়! এই তো আমি, আমিই তো! শোধরাতে যে অনুশোচনায়................ আরও পড়ুন: ফিল্ম ক্লাব সম্মাননা পেলেন চলচ্চিত্রের ২০ গুণী ব্যক্তিত্ব সূত্র: বাংলাদেশ প্রতিদিন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2l5IfR8
December 27, 2017 at 02:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top