কলকাতা, ১৩ ডিসেম্বরঃ মাদক পাচার করার অভিযোগে বিধাননগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ২ জনকে।এদের নাম নিলয় ঘোষ ও জেরম ওয়াটসন। নিলয় ম্যানেজমেন্ট পাস, আর জেরম ইভেন্ট ম্যানেজমেন্টের ছাত্র। প্রথমে মনে করা হচ্ছিল, ক্রিসমাস ও নিউইয়ার পার্টিতে ড্রাগ পাচারের ছক ছিল অভিযুক্তদের। কিন্তু অভিযুক্তদের জেরা করে অবশ্য আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। যা কপালে চিন্তার ভাঁজ বাড়াতে বাধ্য।
শহরের অভিজাত কলেজগুলির ধনী ছাত্ররাই ছিল এদের গ্রাহক। রেভ পার্টিরও আয়োজন করত এরাই। নারকোটিক্স কন্ট্রোল বুরোর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, এই মাদক লজেন্সের মাধ্যমে সরবারহ করা হত গ্রাহকদের কাছে। কলকাতা ও সল্টলেকে কিছু নামী প্রতিষ্ঠানে ওই মাদক সরবারহ করা হত। এলাকার এজেন্টের মাধ্যমে ওই মাদক ছাত্রদের কাছে পৌঁছে দেওয়া হতো। কলকাতার ৮০ শতাংশ পার্টিতে এলএসডি, এক্সট্যাসি ও এমডিএমএর মতো পার্টি ড্রাগস সরবরাহের মূল পান্ডা ছিল নিলয় ও জেরম। কার্যত শহরের পার্টি ড্রাগ সরবরাহে বেতাজ বাদশা বছর কুড়ির এই ২ যুবক।
সল্টলেকের অভিজাত পরিবারে বড় হওয়া নিলয়ের ওষুধের দোকানে আজ তল্লাসি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর গোয়েন্দারা। তার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় পাসবুক, ল্যাপটপ। নিলয় যে নিজেও নেশা করত তারও বেশকিছু প্রমাণ মিলেছে ঘর থেকে। অনুমান করা হচ্ছে চিন থেকেও মাদক আনা হত।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Ah3mpo
December 13, 2017 at 01:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন