সুরমা টাইমস ডেস্ক :: । ভারত ও দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থান থেকে স্রোতের মতো আসা মাদকের জাল এখন সিলেটের সর্বত্র। শহর থেকে গ্রাম সবখানেই মাদকের ভয়ঙ্কর ছোবল। সময় যতো গড়াচ্ছে, মাদকের জাল ততোই যেন বিস্তৃত হচ্ছে। বখে যাওয়া যুবসমাজ থেকে শুরু করে শিক্ষার্থী-অভিজাত শ্রেণীর অনেকেও মাদকের নেশায় জড়িয়ে পড়ছে।
সিলেট জেলার তিন দিকই ভারতবেষ্টিত। ফলে প্রতিবেশী এই দেশটি থেকে বানের জলের মতো বিভিন্ন ধরনের মাদক ঢুকে সিলেটে। খোঁজ নিয়ে জানা যায়, সিলেটের কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অফিসার্স চয়েস মদ, বিয়ার, হুইস্কিসহ বিভিন্ন ধরনের মদ ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসে মাদকচক্র। জকিগঞ্জ ও কানাইঘাট সীমান্ত দিয়ে ঢুকে ফেনসিডিল। এছাড়া ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা থেকে বাস ও ট্রেনে বিভিন্ন বাহকের মাধ্যমে সিলেটে আসে হেরোইন, চট্টগ্রাম থেকে আসে ইয়াবা।
সীমান্ত এলাকা দিয়ে যেসব মাদক আসে, তার সাথে বড় বড় মাদক ব্যবসায়ীরা জড়িত। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মাদকের কতিপয় বাহক ধরা পড়লেও মূলহোতারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। আড়ালে থেকেই কলকাঠি নেড়ে মাদকের জাল সর্বত্র ছড়িয়ে দিচ্ছে তারা।
জানা যায়, সিলেটে মাদকবিক্রির সবচেয়ে এলাকা হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন কলোনি। কিছুদিন আগেও দক্ষিণ সুরমাস্থ রেলস্টেশন এলাকা ছিল মাদকবিক্রির প্রধান হাট। তবে প্রশাসনের ধারাবাহিক অভিযানে সেই হাট এখন আর প্রকাশ্যে সক্রিয় নয়।
সূত্র জানায়, সিলেটে বর্তমানে অভিনব পন্থায় মাদক বিক্রি করা হচ্ছে। সবজিবিক্রেতা, মাছবিক্রেতা, ফলবিক্রেতা সেজে একেবারে ঘর পর্যন্ত মাদক পৌঁছে দিচ্ছে ব্যবসায়ীরা। একসময় বখে যাওয়া যুবসমাজই ছিল মাদকের প্রধান সেবনকারী। কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্র-ছাত্রী, অভিজাত পাড়ার সন্তান, স্ত্রীরাও মাদকের ছোবলে আক্রান্ত।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, বছর কয়েক আগে শুধুমাত্র সিলেট নগরীতেই মাদকের বিস্তার ছিল। তবে সাম্প্রতিক সময়ে সিলেটের প্রত্যন্ত এলাকাগুলোতেও ছড়িয়ে পড়েছে মাদক। প্রায় সময়ই সীমান্তবর্তী উপজেলাগুলোতে ধরা পড়ছে ইয়াবার চালান।
সংশ্লিষ্টরা বলছেন, মাদকের বিরুদ্ধে এখনই সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করা না হলে গোটা সিলেট মাদকে ভাসতে থাকবে। মাদকের কালো থাবায় ধ্বংস হয়ে যাবে সম্ভাবনাময় প্রজন্ম।
এ ব্যাপারে সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্সে রয়েছে। ফলে পুলিশের অভিযানে প্রত্যন্ত এলাকায়ও মাদকের বড় বড় চালান ধরা পড়ছে।’ মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2icTENf
December 04, 2017 at 02:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন