টরন্টো, ২১ ডিসেম্বর- নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে জনরায় প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ আলমগীর বলেছেন, স্বাধীনতার ৪৬ বছরেও আমাদের মুক্তিযুদ্ধের অভীষ্ট স্বপ্ন পূরণ হয়নি। এখনো গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে প্রাণ দিতে হচ্ছে। গুম করে দেয়া হচ্ছে। তাই বিজয় দিবসে কানাডা বিএনপির উদ্যোগে ডিসেম্বর ১৭, ২০১৭ রোববার সন্ধ্যা ৬টায় টরন্টোস্থ রেড হট তন্দুরীর হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সৈয়দ আলমগীর আহ্বান জানান, বর্তমান ক্ষমতাসীন সরকারের বিদায় ঘটিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনরায় প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য সৃষ্টি করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আরও পড়ুন: অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনে মহান বিজয় দিবস ২০১৭ উদযাপন সাপ্তাহিক ভোরের আলো পত্রিকার সম্পাদক আহাদ খন্দকারের সভাপতিত্বে এবং মুজিবর রহমান এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি প্রকৌশলী রেজাউর রহমান, কানাডা বিএনপির সিনিয়র নেতা মাহবুব রব চৌধুরী, ইউনাইটেড ফোরাম অব কানাডার সভাপতি এস আর চৌধুরী রেশাদ, অন্টারিও বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল কবির, বাংলাদেশ সোসাইটি অব টরন্টোর সভাপতি ও অন্টারিও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস তপন মাহমুদ, অন্টারিও বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন খান, টরন্টো সিটি বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী, রোটারী ক্লাব অব টরন্টো-ড্যানফোর্থ এর প্রেসিডেন্ট মইন উদ্দীন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম, বিশিষ্ট গবেষক প্রফেসর ড. সিরাজুল হক চৌধুরী, জিয়া পরিষদ-এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমিনুল হক মিলন, কানাডা মহিলা দলের সাধারণ সম্পাদক রেহেনা আখতার, রফিকুল ইসলাম, বীর মুক্তিযাদ্ধা এম এ ওয়াহিদ, বীর মুক্তিযাদ্ধা মোস্তাফিজুর রহমান লাবু, সাপ্তাহিক নবদ্বীপ নিউজ পত্রিকার সম্পাদক এম এইচ মামুন, সাপ্তাহিক আজকাল পত্রিকার সম্পাদক মাহবুব চৌধুরী রনি, সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ, মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। আর/০৭:১৪/২১ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kxEOT2
December 21, 2017 at 02:36PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন