কলকাতা, ০৩ ডিসেম্বর- আলিপুর সেন্ট্রাল জেলে ওয়ার্ডেনকেই খুনের চেষ্টার অভিযোগ উঠল সন্দেহভাজন আইএস জঙ্গি মুসা-র বিরুদ্ধে। জেল সূত্রে দাবি, রবিবার সকালে ধারাল অস্ত্র নিয়ে গোবিন্দ্রচন্দ্র দে নামে এক ওয়ার্ডেনের ওপর চড়াও হয় মুসা। ওয়ার্ডেনের গলায় ও বুকে এলোপাথাড়ি অস্ত্র চালায় সে। চিৎকার শুনে ছুটে এসে তার হাত থেকে অস্ত্র কেড়ে নেন জেলের অন্য কর্মীরা। গুরুতর আহত অবস্থায় ওই ওয়ার্ডেনকে প্রথমে এসএসকেএম ও পরে সিএমআরআই হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন। জেল সূত্রে দাবি, একটি চামচে ধার দিয়ে সেটিকেই অস্ত্রের মতো করে ব্যবহার করে সে। কিন্তু, প্রশ্ন উঠছে, এই চামচ সে নিজের কাছে রাখল কীকরে? এই ঘটনার পর মুসার ওপর নজরদারি বাড়ানো হয়েছে। গতবছর আইএস জঙ্গি সন্দেহে মুসাকে গ্রেফতার করে সিআইডি। বর্তমানে সে এনআইএ-র মামলায় জেলবন্দি। জেলের এই এই ঘটনা নিয়ে খোঁজখবর নিয়েছেন এনআইএ আধিকারিকরাও। মসিউদ্দিন ওরফে মুসাকে গত বছর গ্রেফতার করে সিআইডি। পরে তাকে হেফাজতে নেয় এনআইএ। সূত্র: এবিপি অনন্দ আর/১০:১৪/০৩ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zITogi
December 04, 2017 at 05:17AM
03 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top