নিজস্ব প্রতিনিধি:: বিয়ানীবাজার পৌরশহরে প্রকাশ্য দিবালোকে ছাত্রলীগ কর্মী আনোয়ার খুনের ঘটনায় আরোও এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর এলাকা থেকে বিয়ানীবাজার থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম উজ্জ্বল আহমেদ (২৭)। সে বিয়ানীবাজার পৌরসভার কসবা পন্ডিতপাড়া এলাকার ইসলাম উদ্দিন লালনের পুত্র। সে আনোয়ার হোসেন হত্যাকান্ড মামলার এজাহারভুক্ত ৪নং আসামী।
জানা যায়, মামলার এজাহারভুক্ত আসামী উজ্জ্বল সহ আনোয়ার হত্যা মামলায় এখন পর্যন্ত আটক হয়েছে ৩ জন। তবে হত্যাকান্ডের প্রধান আসামী ঘাতক সায়েল ও হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে পুলিশের দাবী, হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও ঘাতক সায়েলকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
বিয়ানীবাজার থানার ওসি শাহজালাল মুন্সী জানান, ধৃত উজ্জ্বল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে এবং সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ হবে।
উল্লেখ্য, গত ১৯শে নভেম্বর শনিবার বিয়ানীবাজার পৌরশহরে সর্বশেষ প্রকাশ্য দিবালোকে খুন হন ছাত্রলীগ কর্মী আনোয়ার হোসেন (২৪) নামের এক যুবক। ব্যক্তিগত বিরোধের জের ধরে বাড়ি থেকে ডেকে এনে ছুরিকাঘাত করে তাকে খুন করা হয়েছে বলে তার স্বজনদের অভিযোগ। নিহত আনোয়ার পৌরসভার সুপাতলা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
পৌরশহরে দিনদুপুরে যুবক খুনের ঘটনায় জড়িত সন্দেহে বিয়ানীবাজার থানা পুলিশ আজাদ উদ্দিন (৪৪) ও পাভেল আহমদ (২০) নামের দু’জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করে। পরে এ ঘটনার চারদিন পর নিহত আনোয়ারের ভাই দেলওয়ার হোসেন বাদী হয়ে সায়েল আহমদ কে প্রধান আসামী করে বিয়ানীবাজার থানায় ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2k0looK
December 06, 2017 at 08:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন