নিজস্ব প্রতিবেদক:: জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে। আজ শনিবার (৩০শে ডিসেম্বর) সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ ফল জানান পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ।
বোর্ডে এবার পাশের হার ৮৯ দশমিক ৪১ শতাংশ। গত বছর এ হার ছিল ৯৩ দশমিক ৩৭ শতাংশ। গতবছর ১০ হাজার ২৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে সাত হাজার ৬২১ জন।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ বলেন, “সার্বিক ফলাফলে আমরা সন্তুষ্ট। তবে ভাটি অঞ্চলে বন্যার প্রভাব এবং গণিত ও ইংরেজি বিষয়ে ফলাফল কিছুটা খারাপ হওয়ায় পাসের হার কমেছে।”
ফলাফলের তথ্য থেকে জানা যায়, সিলেট বোর্ডের অধীনে চার জেলা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে এক লাখ ৩৫ হাজার ২০২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ২০ হাজার ৮৮২ জন।
পরীক্ষায় অংশগ্রহণকারী এক হাজার নয়টি স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ১৭১টি স্কুলে। কেউ পাস করেনি এমন বিদ্যালয় নেই।
গত বছর মেয়েদের চেয়ে ছেলেরা ভালো ফল করলেও এবার এগিয়ে আছে মেয়েরা। ৭৭ হাজার ১৬৬ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬৯ হাজার ৮৯ জন। অন্যদিকে ৫৮ হাজার ২৬ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৭৯৩ জন।
সে হিসাবে মেয়েদের পাসের হার ৮৯ দশমিক ৫৩ শতাংশ; ছেলেদের পাশের হার ৮৯ দশমিক ২৪ শতাংশ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zOfHQW
December 30, 2017 at 06:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন