নতুন ভাবে বড়োদিন পালন শিলিগুড়ির দুই ক্ষুদের

শিলিগুড়ি, ২৫ ডিসেম্বরঃ আজ বড়দিন, শহর জুড়ে ছুটির মেজাজ। সকলে ব্যস্ত প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে। কিন্তু এই ছুটির দিনেও নিজের দায়িত্বে সজাগ থেকে শহরের নিরাপত্তা করে চলছেন পুলিশ কর্মীরা। তাদের কোনও ছুটি হয়না। কিন্তু বড়দিন উপলক্ষে সেই পুলিশকর্মীদের মুখে হাসি ফোঁটাতে  থানায় থানায় হাজির দুই ক্ষুদে সান্তা ক্লজ। শিলিগুড়ির বাসিন্দা এই দুই ক্ষুদের নাম হল শ্রী গাঙ্গুলি ও ঈশান গাঙ্গুলি। সবাই যখন নিজেদের পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত সেখানে এই দুই ক্ষুদে কেক নিয়ে হাজির শিলিগুড়ি বিভিন্ন থানায়। সেখানে তারা পুলিশ কর্মীদের সঙ্গে কেক কেটে বড়দিন পালন করলেন। শিলিগুড়ি পুলিশ কমিশনার ও ডেপুটি কমিশনার সহ বাকি পুলিশ কর্মীদের কেক ও চকোলেট দেয় এই দুই ক্ষুদে। এছাড়া শহরের বিভিন্ন জায়গায় কর্মরত পুলিশ কর্মীদেরকে কেক ও চকোলেট দিয়ে নতুন ভাবে বড়দিন পালন করে তারা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2l8l73E

December 25, 2017 at 02:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top