ঢাকা, ১০ ডিসেম্বর- ২০১১ সালে জিম্বাবুয়ে সফরে হতাশাজনক পারফর্মেন্সের কারণে টেস্ট দলে অধিনায়কত্বের পদ থেকে সাকিব আল হাসানকে অব্যাহতি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তখন মুশফিকুর রহিমকে দেয়া হয় অধিনায়কের দায়িত্ব। এরইমধ্যে বহু উত্থান-পতন ঘটেছে দলে। ছয় বছর পর ফের রদবদল। মুশফিকের কাছ থেকে ফের দায়িত্ব দেয়া হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে। জাতীয় দলের টেস্ট নতুন অধিনায়কের পাশাপাশি সহ-অধিনায়ক হিসেবের নামও ঘোষণা করা হয়েছে। ফের সুযোগ পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। পাশাপাশি দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অধিনায়ক ও দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। আজ রোববার বিকেলে বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্তগুলো চূড়ান্ত হয়েছে। চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগ করার পর নতুন কোচ খোঁজা শুরু করে বিসিবি। এরই মধ্যে ইংলিশ ম্যান রিচার্ড পাইবাস এসে সাক্ষাৎকারও দিয়েছেন বিসিবির কাছে। তারই ধারাবাহিকতায় রোববার দুপুরে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ফিল সিমসও বিসিবির সঙ্গে কথা বলেগেছে। এর আগে শনিবার দলের সিনিয়র ক্রিকেটর মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের সঙ্গে বৈঠকে বসেছিল বিসিবি। সূত্র: আরটিভি অনলাইন আর/০৭:১৪/১০ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kiCMFA
December 11, 2017 at 12:36AM
10 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top