সুরমা টাইমস ডেস্ক: কানাইঘাট থানায় প্রায় আড়াই বছর জব্দ থাকার পর ৪৬ কোটি টাকা মূল্যের কথিত কোবরা সাপের বিষ আদালতের নির্দেশে বুধবার পুড়িয়ে ধ্বংস করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারী দায়রা জজ বিশেষ ট্রাইব্যুানাল-১, সিলেটে মামলাটি নিষ্পত্তি হওয়ায় আদালতের নির্দেশে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, জব্দকৃত মালামালের ইনচার্জ থানার এস.আই মো: আবুল মনসুর মির্জা, এস.আই স্বপন চন্দ্র সরকার, পিএসআই প্রদীপ রায়ের উপস্থিতিতে বুধবার বিকেল ৩টায় থানা প্রাঙ্গনে প্রকাশ্যে ৪৬ কোটি টাকা মূল্যের কোবরা সাপের বিষ পুড়িয়ে ধ্বংস করা হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জুলাই উপজেলার বড়চতুল ইউনিয়নের রাউত গ্রাম থেকে সিলেট র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৬কোটি টাকা মূল্যের সাপের বিষ সহ ৭ জনকে গ্রেফতার করে।
পরবর্তীতে ২৫ জুলাই র্যাব-৯ বাদী হয়ে কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। মামলাটি আদালতে বিচারাধীন মামলাটি নিস্পত্তি হওয়ায় বিজ্ঞ আদালতের নির্দেশে কথিত কোবরা সাপের বিষ ধ্বংস করা হয় বলে জানা গেছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2z5zpXR
December 21, 2017 at 12:45AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন