অঙ্গ প্রতিস্থাপন বিভাগ চালু এসএসকেএম হাসপাতালে

কলকাতা, ১৫ ডিসেম্বরঃ এবার অঙ্গ প্রতিস্থাপন বিভাগ চালু হচ্ছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। আগামী ফেব্রুয়ারি মাসেই চালু হচ্ছে এই বিশেষ বিভাগ। সম্প্রতি এই হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখে ন্যাশনাল অরগ্যান অ্যান্ড টিসু ট্রান্সপ্ল্যান্ট অরগানাইজ়েশন এই ছাড়পত্র দিয়েছে।

জানা গিয়েছে, যদি কোনও রোগীর মৃত্যু হয় তবে তাঁর পরিবার এই বিভাগে যোগাযোগ করে অঙ্গদান করতে পারবে। এমনকী অন্য হাসপাতালে মৃত কোনও রোগীর ক্ষেত্রেও এসএসকেএমে অঙ্গদান করা সম্ভব। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে হাসপাতালে না নিয়ে এলে অঙ্গ প্রতিস্থাপন সম্ভব নয়। তাই ফুসফুস এবং হৃদযন্ত্রের ক্ষেত্রে ৬ ঘণ্টা, লিভারের ক্ষেত্রে ১২ ঘণ্টা, অগ্নাশয়ের ক্ষেত্রে ২৪ ঘণ্টা ও কিডনির ক্ষেত্রে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AIUfBT

December 15, 2017 at 12:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top