ঢাকা, ২৬ ডিসেম্বর- বিগ বাজেটের ছবির তালিকায় ঢালিউডে নতুন নাম বিজলি। চিত্রনায়িকা ববি প্রযোজিত প্রথম ছবিটি এরইমধ্যে এসেছে আলোচনায়। সুপারহিরোর গল্প নিয়ে বাংলাদেশের প্রথম ছবি হিসেবে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতেও রয়েছে ছবিটি। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা বিজলি ছবির প্রথম গান ইউটিউবে প্রকাশ হয় গেল ২৪ ডিসেম্বর, বড়দিন উপলক্ষে। প্রকাশের মাত্র দুই দিনেই বাজিমাত করে দিয়েছে গানটি। এরইমধ্যে এটি প্রায় ৮ লাখ দর্শক দেখেছেন। শেয়ার করছেন অনেকেই। আর প্রশংসাও করছেন দর্শক পার্টি শিরোনামের এ গানটির কমেন্টে বক্সে। ছবিটির পরিবেশক হিসেবে রয়েছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলেই মুক্তি দেয়া হয়েছে গানটি। এটি গেয়েছেন আকাশ ও নন্দিনী। সংগীতও করেছেন আকাশ। লিখেছেন প্রিয় চ্যাটার্জি। ছবির গানটি নিয়ে প্রযোজক ও নায়িকা ববি বলেলেন, বড়দিনকে মাথায় রেখে গানটি বাজারে প্রকাশ করা হয়েছে। ইচ্ছে ছিলো দর্শক এই গানটি দিয়েই বড়দিনের পার্টি মাতাবেন। হচ্ছেও তাই। সবাই দারুণ প্রশংসা করছেন, উপভোগ করছেন। অনেক পরিশ্রম হয়েছে এই গানটি তৈরিতে। সেই পরিশ্রম স্বার্থক হয়েছে সবার ভালোবাসায়। আরও পড়ুন: নায়করাজ রাজ্জাককে দেওয়া হচ্ছে মরণোত্তর সম্মাননা বিজলি অনেকটা হলিউডের সুপারম্যান কিংবা বলিউডের কৃশ ছবির আদলে তৈরি হচ্ছে। তবে এখানে গল্প, প্রেক্ষাপট ও নির্মাণে থাকছে অনেক ভিন্নতা। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন ববি। ছবিতে উন্নত প্রযুক্তির ব্যবহার হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারত থেকে ছবিটির ভিজ্যুয়াল ইফেক্টসের কাজ করানো হয়েছে। এখানে ববির বিপরীতে অভিনয় করেছেন নবাগত ভারতীয় মডেল ও অভিনেতা রণবীর। আরও দেখা যাবে ইলিয়াস কাঞ্চন, আহমেদ শরীফ, মিজু আহমেদ, দিলারা জামান, মিশা সওদাগর, আমির সিরাজী, শিমুল খান, সীমান্ত এবং কলকাতার শতাব্দী রায়, রাজা প্রমুখকে। অতিথি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান ও আনিসুর রহমান মিলন। ছবিটি নতুন বছরে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন প্রযোজক ববি। সূত্র: জাগো নিউজ এফ/২১:২৫/২৬ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2l4MlJe
December 27, 2017 at 03:44AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন