লেবাননে ইসলামী সমাজ কল্যান সংগঠনের উদ্যোগে সীরাতুন্নবী (সা:) মাহফিল ও বিজয় দিবস উদযাপন

Untitled-1

বাবু সাহা,লেবাননঃ বৈরুতের আয়েশা বক্কর এলাকায় দাওয়াতুল ইসলাম মসজিদ অডিটোরিয়ামে  সীরাতুন্নবী (সা:) মাহফিল ও ৪৬-তম মহান বিজয়  দিবস উপলক্ষে শহীদদের জন্য দোয়ার আয়োজন  করে ইসলামী সমাজ কল্যান সংগঠন।

দোয়া ও সীরাতুন্নবী (সা:) মাহফিলে মুহম্মদ ইমাম হোসাইন মিলন এর সঞ্চালনায় বিশিষ্ট শিক্ষানুরাগী ও ইসলাম প্রচারক আব্দুল মতিন সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লন্ডন থেকে আগত শ্রদ্ধেয় মেহমান, বিশিষ্ট ইসলামীক চিন্তাবিদ ও শিক্ষাবিদ মাওলানা আব্দুল মুমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  লেবানিজ  নাগরিক শেখ ইব্রাহীম, শেখ শফিক কুসা, শেখ হাইসাম রিফাই এবং ইসলামী সমাজ কল্যান সংগঠন লেবানন শাখার  সাবেক সভাপতি মাওলানা রফিক উদ্দিন ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক জনাব মেহেদী হাসান মিলন।

vv

মাহফিলে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান প্রবাসীদের ইসলাম ধর্ম সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন প্রধান অতিথি মাওলানা আব্দুল মুমিন।

মাহফিল শেষে  মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা  সহ প্রবাসীদের  জন্য বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামীক চিন্তাবিদ ও শিক্ষাবিদ মাওলানা আব্দুল মুমিন।

মাহফিলে ইসলামী সমাজ কল্যান সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ লেবাননের বিভিন্ন এলাকা থেকে আগত প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিল।



from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lbB09L

December 25, 2017 at 11:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top