নয়াদিল্লি, ২৬ ডিসেম্বরঃ নজরদারি জোরদার করতে একাধিক উন্নত প্রযুক্তির ড্রোন কিনছে ভারত। এর ফলে ভারতের সামরিক অভিযান চালাতেও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে মোট ১২০টি ড্রোন কেনার ব্যবস্থা করছে কেন্দ্র।
এই ধরনের ড্রোনগুলি ৬০,০০০ ফুট উচ্চতায় উড়তে সক্ষম। টানা ৩০ ঘণ্টা আকাশে উড়তে পারবে এগুলি। বর্তমানে ভারতীয় সেনার কাছে রয়েছে হেরনের মিডিয়াম-অল্টিটিউড ড্রোন। এছাড়া রয়েছে অপেক্ষাকৃত ছোট মার্ক-II ড্রোন। ২ টিই ইজরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে।
কিছুদিন আগেই নরেন্দ্র মোদীর মার্কিন সফরেই চূড়ান্ত হয়েছে ড্রোন সরবরাহের চুক্তি। ভারতকে ২২টি গার্ডিয়ান ড্রোন দেওয়ার ক্লিনচিট দিয়েছে আমেরিকা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2pBo960
December 26, 2017 at 02:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন