বৃষ্টিতে সিলেটের জনজীবনে স্থবিরতা ,


সুরমা টাইমস ডেস্ক :: হেমন্তের বিদায়, শীতের আবির্ভাব। দিনের দৈর্ঘ্য হ্রাস। নিম্নচাপে গুড়ি গুড়ি বৃষ্টি, যা বইয়ে দিচ্ছে শীতল হাওয়া। এ যেন শীতের আগমনী বার্তা। প্রকৃতির খেয়ালে অগ্রহায়ণের শেষ সময়ে শীতের আগাম আমেজ অনুভূত হচ্ছে। এতে জনজীবনে এসেছে স্থবিরতা। রাস্তাঘাট ফাকা নেই স্বাভাবিক যানজট। স্কুল কলেজে শিক্ষার্থীদের উপস্থিত অন্যদিনের চেয়ে অনেকাংশ কম।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী বলেন, আজ শনিবার(০৯ডিসেম্বর) সকালে সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী সোমবার পর্যন্ত নিম্নচাপের প্রভাব থাকবে সিলেট বিভাগে।

অথচ শুক্রবার (০৮ডিসেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। এতে বোঝায় যাচ্ছে, কুয়াশা পড়া শুরু না হলেও তাপমাত্রা হ্রাসের সঙ্গে বৃষ্টি ও শীতল হাওয়ায় একটা শীত শীত আমেজ ইতিমধ্যে সিলেট বিভাগের বিভিন্ন প্রান্তে বিরাজ করছে।

তবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান যতই কমবে শীত শীত ভাব তত বেশি অনুভূত হবে। তখন দিনের ও রাতের তাপমাত্রা দুটোই কমে আসবে।

অনেকের হেমন্তের শুরুতে বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি-এক কথায় শীতের আগমনী বার্তা। তবে আরেক শ্রেণির মানুষ এই শীত শীত আমেজকে সাময়িক বলে মনে করছেন। তাদের দাবি, বৃষ্টির কারণে সারাদেশে তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। যে কারণে কিছুটা শীত শীত অনুভূত হচ্ছে। তাদের মতে, শীতের আগমণ কি না সেটা বুঝতে নিম্নচাপ কেটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2jxjLQf

December 09, 2017 at 02:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top