হানিফ শিকদার গত বৃহস্পতিবার (৭ডিসেম্বর) বিকেলে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বিশ্বনাথ উপজেলা সদরে আসার পথে বিশ্বনাথ-হাবড়া বাজার সড়কের মিরেরচর এলাকায় সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হন। দূর্ঘটনার পর তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হওয়ায় পরবর্তিতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তিনি সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন (লাইফ সাপোর্টে) ছিলেন। গত ১০ ডিসেম্বর চিকিৎসকরা হানিফ শিকদারের বাঁচার সম্ভাবনা নেই জানালে প্রথমে পরিবারের সদস্যরা তাকে বাড়ি নিয়ে আসার সিদ্ধান্ত নেন। ঐদিন ফেইসবুকে ছড়িয়ে পড়ে হানিফ সিকদারের মৃত্যুর সংবাদ। কিন্ত চিকিৎসকের পরামর্শ্বে পরিবারের সদস্যরা তাদের পূর্বের নিদ্ধান্ত পরিবর্তন করে তাকে (হানিফ) লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেন। এরপর শুক্রবার (১৫ডিসেম্বর) রাতে হানিফ শিকদারের মৃত্যু হয়।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2zho4Hr
December 16, 2017 at 09:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন