বিশ্বনাথে পিস্তল’সহ ৪ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

Press-Photo-14.12.2017-HQবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজার অটোরিক্সা স্ট্যান্ড থেকে ১টি বিদেশী পিস্তল’সহ ৪ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

অস্ত্র আটককৃতরা হলেন- বিশ্বনাথের জানাইয়া গ্রামের আব্দুল হকের পুত্র ইসলাম হোসেন (২৮), মুফতিরগাঁও গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মো. আব্দুস সামাদ (২৪), মিরেরচর গ্রামের আব্দুল মতলিবের ছেলে মো. ফরহাদ আলী (২২), ছালামপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র মো. শফিকুর রহমান (২৫)। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৬টি মোবাইল ফোন, ৪টি সিমকার্ড, ১টি হাতঘড়িও জব্দ করা হয়।

এই ৪জন ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে দেশে অস্ত্র নিয়ে আসে, সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে এবং অস্ত্র ভাড়া দিয়ে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। আসামীদের বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানের নেতৃত্বে ছিলেন মেজর মোহাম্মদ জামসেদুর রহমান ও সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2BrZ420

December 15, 2017 at 04:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top