কলকাতা, ৪ ডিসেম্বরঃ এই প্রথম দক্ষিণবঙ্গেও হাতির পিঠে চড়ার সুযোগ পাবেন সাধারণ পর্যকটকরা। আগামী সপ্তাহেই এই সুযোগ পাওয়া যাবে বলে খবর। আগামী ১৫ তারিখ ৫ দিন ব্যাপী জয়পুর মেলায় অতিথিদের হাতির পিঠে চাপিয়ে জঙ্গল ঘোরানো হবে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গে এরকম ব্যবস্থা থাকলেও দক্ষিণবঙ্গে হাতির পিঠে জঙ্গল সাফারি এই প্রথম।
আগত অতিথিরা যাতে জঙ্গলে হরিণ, ময়ূর, ভাল্লুক ও জংলি হাতি দেখার সুযোগ পায়, তার তোড়জোড়ও শুরু হয়েছে। ‘এলিফ্যান্ট করিডোর’ জয়পুর মেলার বয়স মাত্র ২ বছর। এই মেলাকে রাজ্যের পর্যটন মানচিত্রে তুলে ধরার লক্ষ্যে এগিয়ে চলেছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী। প্রথম বছর থেকেই এই মেলা সফলভাবে এগিয়ে চলছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2A1aGcJ
December 04, 2017 at 11:46AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন