১৬৫ নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৯ ডিসেম্বরঃ মঙ্গলবার নবান্ন থেকে ১৬৫টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আধুনিক যাত্রী সাচ্ছন্দের সব উপকরণ মজুত রয়েছে এই বাসগুলোতে। থাকছে সিসিটিভি, জিপিএস, প্যানিক বোতাম। সরকার আরও বেশকিছু নতুন রুট তৈরির পরিকল্পনা করেছে। এখনও পর্যন্ত নতুন রুটের ঘোষণা হয়নি। পরিবহন দপ্তর রাজ্যের নানা প্রান্তের মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে এই রুট তৈরি করবে। এছাড়া খুব শিগগিরই পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত বাস আনা হবে বলে রাজ্যের পক্ষে জানানো হয়েছে।

অপরদিকে, দমকল ব্যবস্থাকেও ঢেলে সাজের ব্যবস্থা করা হচ্ছে। ৩০ টি মিড সাইজ ওয়াটার টেন্ডার। ৬টি ওয়াটার কেরিয়ার, ২০টি ওয়াটার টেন্ডারের মাউন্টেন পাম্প, একটি মালটি পারপাস ফোম টেন্ডার, ৫০ ইউটিলিটি ভ্যান আনা হবে বলে জানা গিয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yWS5c5

December 19, 2017 at 04:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top