মুম্বাই, ০৪ ডিসেম্বর- ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল সিনেমা বাহুবলী সিরিজ। এস এস রাজমৌলি পরিচালিত বাহুবলী: দ্য কনক্লুশন সিনেমাটি অ্যানিমেশন, অ্যাকশন, গল্প, অভিনয় ও গান সব দিক দিয়ে দর্শকদের মন জয় করেছিল। এবার ভারতীয়দের পছন্দের শীর্ষে উঠে এসেছে প্রভাস-অানুশকা ও তামান্না ভাটিয়া অভিনীত সিনেমাটির গানও। সম্প্রতি প্রকাশিত গুগলের জরিপে ভারতীয়দের সবচেয়ে পছন্দের গান হিসেবে নির্বাচিত হয়েছে সাহোরে বাহুবলী। ২০১৭ সালের সব থেকে জনপ্রিয় বই, অ্যাপস, গেমস, সিনেমা, টিভি শো, আর গানের তালিকা প্রকাশ করেছে গুগল। সেই তালিকা অনুযায়ী বলিউডের সেরা গানগুলোকেও পেছনে ফেলে সেরা হয়েছে সাহোরে বাহুবলী। ইউটিউবে গানটির বর্তমান ভিউয়ার প্রায় ৮ কোটি ৩৭ লাখ। সিনেমাটির টাইটেল গান নিয়ে গান প্রেমীদের এমন উচ্ছ্বাস আর উদ্দীপনা দেখে সিনেমার প্রযোজক থেকে কলাকুশলী সবাই ধন্যবাদ জানিয়েছেন শ্রোতাদের। গানটি গেয়েছেন দালের মেহেন্দি, সুরকার এম এম কীরাবানি এবং মৌবানি। লিখেছেন শিবশক্তি দত্ত এবং কে রামকৃষ্ণ। তবে গুগলের সেরা সিনেমার তালিকায় নেই বাহুবলী: দ্য কনক্লুশন। সেরা সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে ডিয়ার জিন্দেগি। অবশ্য সেরা গেম হিসেবে গুগলের তালিকায় জায়গা করে নিয়েছে বাহুবলী: দ্য গেম। অন্যদিকে সেরা বই করণ জোহরের অ্যান আনস্যুটেবল বয় সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১৭:১৪/০৪ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ASpv1b
December 05, 2017 at 01:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top