শারজা, ১৫ ডিসেম্বর- দিনে দিনে সংক্ষিপ্ততম সংস্করণের দিকে ঝুঁকছে ক্রিকেট। এরই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে টি-১০ ক্রিকেট লিগের। প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এই লিগে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে আফ্রিদি-তামিমদের পাখতুন। বিরেন্দর শেবাগের মারাঠা অ্যারাবিয়ানসকে ২৫ রানে হারায় পাখতুন। এদিন টি-টেন লিগের ইতিহাসে প্রথম হ্যাট্রিক করেন পাখতুন অধিনায়ক শাহীদ আফ্রিদি। ২ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট তুলেন এ পাক অলরাউন্ডার। বৃহস্পতিবার শারজায় অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাখতুন। অবশ্য ব্যাটিংয়ের শুরুটা ভালো ছিল না আফ্রিদির দলের। শূন্য রানে প্রথম উইকেট হারানোর পর সাত রানে দ্বিতীয় উইকেট হারায় তারা। তবে তৃতীয় উইকেট জুটিতে ফখর জামান আর লিয়াম ডওসন দলকে টেনে তোলেন বিপর্যয় থেকে। ফখর ২২ বলে করেন ৪৫ রান। তার চেয়ে এক বল বেশি খেলা ডওসনের ব্যাট থেকে আসে ৪৪ রান। এই দুই জনের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ১০ ওভারে ১২১ রান তোলে পাখতুনস। জবাব দিতে নেমে অ্যালেক্স হেলস বাদে আর কেউই রানের দেখা না পেলে হার মেনে নিতে হয় মারাথা অ্যারবিয়ান্সকে। হেলস ২৬ বলে করেন ৫৭ রান। নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৬ রান করে অ্যারাবিয়ানস। এতে ২৫ রানের বড় জয় পায় পাখতুন।তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছে পাখতুনের শহীদ আফ্রিদি। সূত্র:সময় টিভি এমএ/১১:৫০/১৫ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2k10eYG
December 16, 2017 at 07:22AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন