বিশ্বনাথে দুর্নীতির দায়ে ফেরত গেল ১৩ লক্ষ টাকা

Durniti-Pikবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উপজেলার ২০১৬-২০১৭ অর্থবছরে টিআর, কাবিখা, কাবিটা ও কর্মসৃজন প্রকল্পের অনিয়ম-দুর্নীতি ও দায়সারা কাজের  প্রকাশিত হওয়ায় বিভিন্ন প্রল্পের টাকা টাকা ফেরত নেয়া হয়েছে অব্যয়িত বিভিন্ন প্রকল্প উল্লেখ করে এসব প্রকল্প থেকে ১৩লক্ষ ১৪হাজার ৩৮১টাকা আদায় করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ। টাকা আদায়কৃত প্রকল্পগুলো হল দশঘর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতিরের ‘কচরাকেলি গ্রামের রাস্তা উন্নয়ন’ প্রকল্প থেকে ৩৮হাজার ২শত ২০টাকা, একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য হরমুজ আলীর ‘মিয়ার বাজার বাহরামপুর গ্রামের রাস্তা মেরামত’ প্রকল্প থেকে ১৯হাজার ১শত ১০টাকা, ‘চান্দভরাং গ্রামের রাস্তা উন্নয়ন’ প্রকল্প থেকে ১৮হাজার ৭শত ৮৬টাকা ও ‘চান্দভরাং স্কুলের মাঠ ভরাট’ প্রকল্প থেকে ১লক্ষ ৬০হাজার টাকা, খাজাঞ্চী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য হবিবুল ইসলামের ‘নোয়াগাঁও গ্রামের ফকিরবাড়ীর সামন হতে কবরস্থান পর্যন্ত রাস্তা মেরামত’ প্রকল্প থেকে ১৩হাজার ৬৩টাকা, দেওকলস ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য আবদুল বারীর ‘তেতইতল

BISHADBONDHU-1433944938-cb225e1_xlargeজগলু মিয়ার বাড়ী পর্যন্ত রাস্তা উন্নয়ন’ প্রকল্প থেকে ৪৩হাজার ৭শত ২৭টাকা, অলংকারী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য আছমা বেগমের ‘বটতলা আবদুল গণির বাড়ী হতে ছোবান মিয়ার বাড়ীর সামন পর্যন্ত রাস্তা ও বটতলা মাজহারিয়া দাখিল মাদরাসা পর্যন্ত রাস্তা উন্নয়ন’ প্রকল্প থেকে ৪০হাজার ২শত ৪৫টাকা ও উপজেলার আট ইউনিয়নের ‘অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির শেষ কিস্তি টাকা কর্তন ও সরকারী খাতে জমা’ ৯লক্ষ ৮১হাজার ২শত ৩০টাকা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিক উদ্দিন বলেন, এসব প্রকল্প নিয়ে অভিযোগ ওঠায় অব্যয়িত বিভিন্ন প্রকল্পগুলো থেকে ১৩লক্ষ ১৪হাজার ৩৮১টাকা আদায় করা (ফেরত নেয়া) হয়েছে।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার টাকা আদায়ের সত্যতা স্বীকার করে‘সাংবাদিকদের  বলেন, যে সব প্রকল্পে অভিযোগ প্রমাণীত হয়েছে সেব প্রকল্পের টাকা ফেরত নেয়া হয়েছে। এবং প্রতিটি প্রকল্পের কাজের পরিমাণ অনুযায়ী বিল দিয়ে অবশিষ্ট টাকা আমরা ফেরত নিয়েছি।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2pDqgX7

December 27, 2017 at 01:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top