মুম্বাই, ১৪ ডিসেম্বর- সব জল্পনা-কল্পনার অবসান। শেষপর্যন্ত সালমানের হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন ভগ্নিপতি আয়ুষ শর্মা। সালমানের প্রোযোজনা সংস্থার আসন্ন চলচ্চিত্র লাভরাত্রিতে দেখা যাবে অর্পিতা খান শর্মার হাবি আয়ুষ শর্মাকে। এই সিনেমার পরিচালকের ভূমিকায় থাকছেন অভিরাজ মিনাওয়ালা। এর আগে সুলতান, যবতক হ্যায় জান, ব্যান্ড বাজা বারাত, রকেট সিং, ফ্যান-সহ একাধিক সিনেমার সহ পরিচালকের ভূমিকায় ছিলেন অভিরাজ। আয়ুষ শর্মার বলিউডে পা রাখার কথা বৃহস্পতিবার নিজেই টুইট করে জানান ভাইজান। এজন্য তাঁকে ধন্যবাদ জানাতে ভোলেননি আয়ুষও। এদিকে লাভরাত্রি ফিল্মে আয়ুষের বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে তা অবশ্য এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, খুব সম্ভবত মৌনি রায়কে আয়ুষের বিপরীতে দেখা যাবে, যিনি কিনা ইতিমধ্যে অক্ষয়ের গোল্ড-এর হাত ধরে বলিউডে পা রাখছেন। যদিও প্রথমে শোনা যাচ্ছিল আয়ুষ নাকি ক্যাটরিনার বিপরীতে করণ জোহরের প্রযোজনা সংস্থার রাত বাকি ফিল্মের মাধ্যমে বলিউডে আসছেন। তবে বলিউডের একাংশ অবশ্য সালমানের হাত ধরেই আয়ুষের বলিউডে আসা নিয়ে নিশ্চিত ছিলেন। কারণ আয়ুষের বলিউডে আসার বিষয় গত অক্টোবর মাসেই নিশ্চিত করেছিলেন সালমান, এমনকি তিনি আয়ুষকে কাজ ও কঠোর পরিশ্রমের জন্য তৈরি থাকতে বলেছিলেন। সূত্র : কালের কণ্ঠ এফ/২৩:৫০/১৪ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2C9CUyl
December 15, 2017 at 05:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top