ঢাকা, ০৪ ডিসেম্বর- গত ১ ডিসেম্বর দেশের ৮০টিরও অধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তৌকীর আহমেদ পরিচালিত ছবি হালদা। মুক্তির পর ছবিটি নিয়ে দর্শক-সমালোচকদের কাছ থেকে মিলছে ইতিবাচক সমালোচনা। এবার দেশের গণ্ডি পেরিয়ে ছবিটি প্রদর্শিত হবে আমেরিকা, কানাডা, ওমান এবং আরব-আমিরাতের (ইউএই) বিভিন্ন শহরের ২০টি প্রেক্ষাগৃহে। এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক তৌকীর আহমেদ। তিনি জানান, ৮ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ডালাস, ফ্লোরিডা ও ভার্জিনিয়ার রিগ্যাল ও সিনেমার্ক মাল্টিপ্লেক্সে ও ওমানের ৪টি প্রেক্ষাগৃহে দর্শকরা ছবিটি উপভোগ করতে পারবেন। একই দিনে ছবিটি মুক্তি পাবে কানাডার টরন্টো আর মিসিসাগা শহরে। ১৯ জানুয়ারি মুক্তি পাবে দেশটির এডমন্টন, ক্যালগেরি এবং উইনিপেগ শহরের ৩টি প্রেক্ষাগৃহে। পর্যায়ক্রমে সংযুক্ত আরব আমিরাতের ৬টি শহরেও মুক্তি পাবে বলে জানিয়েছেন তৌকীর আহমেদ। উল্লেখ্য, আজাদ বুলবুলের গল্পে হালদা ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম, নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, রুনা খানসহ আরও অনেকে। এমএ/০৯:৪০/০৪ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jJDF9F
December 04, 2017 at 03:48PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন