নয়াদিল্লি, ৮ ডিসেম্বরঃ দিল্লি কমিশন ফর উইমেন(ডিসিডব্লিউ)-কে তিনি সাহায্য করেছিলেন এক মদ-মাফিয়ার বিরুদ্ধে অভিযান চালাতে। সেই অপরাধে বছর তিরিশের এক মহিলাকে বেধড়ক পিটিয়ে নগ্ন করে হাঁটানো হল রাস্তায়। ঘটনাস্থল আবার সেই দিল্লি। ডিসিডব্লিউ-এর চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল টুইট করেছেন, প্রবীন নামে ওই অসীম সাহসী মেয়েটি তাঁর বাড়ির কাছে অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। ডিসিডব্লিউ-কে অভিযান চালাতে সাহায্য করেছিলেন। তাই তাঁকে এমন ফল ভোগ করতে হল। দিল্লি পুলিশের লজ্জা করে না। দিল্লি পুলিশ অবশ্য ঘটনার কথা অস্বীকার করেছে। দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার রজনীশ গুপ্তাকে সমন পাঠিয়েছেন তিনি এই ঘটনার জবাবদিহি করার জন্য। রজনাশের অবশ্য বক্তব্য, প্রবীনকে নগ্ন করে হাঁটানো হয়নি। তবে তাঁর জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়। ওই ঘটনায় দুই মহিলাকে গ্রেফতারও করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2kyvGAp
December 08, 2017 at 10:27AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন