কোম্পানীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সুরমা টাইমস ডেস্ক:: সিলেটের কোম্পানীগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

আজ শনিবার (৩০শে ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজোড় গ্রামের আবুল কালাম ও উস্তার আলী পক্ষের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়- সকালে বিরোধপূর্ণ জমিতে একপক্ষ ধান কাটতে গেলে অপরপক্ষ বাধা দেয়। এতে উভয়পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মারামারিতে জড়ায়। যার ফলে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ৪৫ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে মেডিকেল সূত্র।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দিলীপ কান্ত নাথ এ তথ্য নিশ্চিত বলেন, ঘটনাস্থল থানা থেকে অন্তত ৪৫ কিলোমিটার দূরে পল্লিগ্রামে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয় চেয়ারম্যান কুটি মিয়ার বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন- বিরোধপূর্ণ একখণ্ড ধানী জমি সালিশি পর্যায়ে ছিলো। আজ শনিবার সকালে একপক্ষ জমির ধান কাটতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2lnbgI7

December 30, 2017 at 06:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top