জলপাইগুড়ি, ৮ নভেম্বরঃ বিজেপি-তৃণমূল সংঘর্ষে আহত হয়েছেন দুই পক্ষের মোট ১০ জন। ভাঙচুর করা হয়েছে দুটি বাড়ি। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রামপঞ্চায়েতের উত্তর বিবেকানন্দপল্লী এলাকায়। ঘটনায় আহতরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, তিস্তা সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কের ফোরলেনের কাজ শুরু হবে। সেখানে মাটি দেবার কাজ করার জন্য শ্রমিক নেওয়া হবে। সেই কাজের বরাত কে পাবে, তা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে কোতয়ালী থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনায় দুই দলের পক্ষ থেকেই কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, মামলা দায়ের করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদদাতাঃ দিব্যেন্দু সিনহা
ছবিঃ সমীর
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BO6ute
December 08, 2017 at 07:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন