কলকাতা, ৮ ডিসেম্বরঃ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখা নেই রোদের। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে হাজির বৃষ্টিও।
শুক্রবার সকালে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে তৈরি গভীর নিম্নচাপটি ওড়িশায় অবস্থান করছে।ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে গিয়ে এই নিম্নচাপটির শক্তিক্ষয় হবে।
নিম্নচাপটির প্রভাবে দক্ষিণবঙ্গে শীত বাধাপ্রাপ্ত হচ্ছে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেড়়ে যাবে।
শুক্রবার থেকেই ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকেমাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ju1bIq
December 08, 2017 at 02:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন