স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে বুধবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ক্যাম্পাস চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসে আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম রাব্বানী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল বারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আতাউর রহমান, সিএইচসিপি জাহিদুল ইসলাম জাহিদ প্রমূখ।
এমপি গোলাম রাব্বানী বলেন- হাসপাতালে ৩৬ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছে মাত্র ৬ জন চিকিৎসক। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা চিকিৎসাসেবা না দিয়ে অর্থের বিনিময়ে রোগীদের পার্শ্ববর্তী কিনিকে পাঠিয়ে দেয়। তিনি আরও বলেন, হাসপাতালে ডিজিটাল এক্স-রেসহ অন্যান্য এক্স-রের ফিল্ম সংকট দূর করা ও বৈদ্যুতিক জেনারেটর, ওয়াশিং মেশিন চালু করারও নির্দেশ প্রদান করেন। এছাড়াও হাসপাতালের পশ্চিমের দেওয়ালের পাশে অবৈধভাবে সকল দোকনাপাট সরিয়ে দিয়ে দেয়ালে স্বাস্থ্যবার্তা লেখারও নির্দেশ দেন এবং কার্যকর অভিযোগ নিরসনের তাগিদ দেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১২-১৭
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম রাব্বানী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল বারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আতাউর রহমান, সিএইচসিপি জাহিদুল ইসলাম জাহিদ প্রমূখ।
এমপি গোলাম রাব্বানী বলেন- হাসপাতালে ৩৬ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছে মাত্র ৬ জন চিকিৎসক। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা চিকিৎসাসেবা না দিয়ে অর্থের বিনিময়ে রোগীদের পার্শ্ববর্তী কিনিকে পাঠিয়ে দেয়। তিনি আরও বলেন, হাসপাতালে ডিজিটাল এক্স-রেসহ অন্যান্য এক্স-রের ফিল্ম সংকট দূর করা ও বৈদ্যুতিক জেনারেটর, ওয়াশিং মেশিন চালু করারও নির্দেশ প্রদান করেন। এছাড়াও হাসপাতালের পশ্চিমের দেওয়ালের পাশে অবৈধভাবে সকল দোকনাপাট সরিয়ে দিয়ে দেয়ালে স্বাস্থ্যবার্তা লেখারও নির্দেশ দেন এবং কার্যকর অভিযোগ নিরসনের তাগিদ দেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১২-১৭
from Chapainawabganjnews http://ift.tt/2zGMbME
December 27, 2017 at 07:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন