৩০০-র বেশি ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধের নির্দেশ দিল এআইসিটিই

নয়াদিল্লি, ২ ডিসেম্বরঃ দেশজুড়ে ৩০০-র বেশি ইঞ্জিনিয়ারিং কলেজকে ঝাঁপ বন্ধের নির্দেশ দিল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বা এআইসিটিই। কারণ টানা ৫ বছর স্নাতক স্তরে আসন সংখ্যা ৩০ শতাংশও ভরেনি। উচ্চশিক্ষা দপ্তরের নিয়ন্ত্রণাধীন এআইসিটিইর এই নির্দেশের ফলে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে নতুন করে ইঞ্জিনিয়ারিংয়ে আর ছাত্রছাত্রী ভর্তি করতে পারবে না এই কলেজগুলি। এআইসিটিই আরও ৫০০ টি কলেজকে চূড়ান্ত বার্তা দিয়েছে আগামী শিক্ষাবর্ষে নির্দিষ্ট আসন সংখ্যা পূরণ করতে। নাহলে সেগুলিও বন্ধ হয়ে যেতে পারে। এআইসিটিই বলেছে, দেশে এখন প্রায় ৩০০০ টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। যাতে পড়তে পারেন ১৩.৫৬ লক্ষ ছাত্রছাত্রী। এগুলির মধ্যে প্রায় ৮০০ টি কলেজে ছাত্রছাত্রী ভর্তির হার ৫০ শতাংশেরও কম। এআইসিটিইর আইন অনুযায়ী, যদি কোনও কলেজে টানা ৫ বছর ৩০ শতাংশেরও কম আসন পূরণ হয়, অথবা কলেজের পরিকাঠামোগত ত্রুটি থাকে তাহলে সেই কলেজকে বন্ধ করতে দিতে পারে কাউন্সিল। গত সেপ্টেম্বরে সমীক্ষার পরই নীতি অনুযায়ী এই সিদ্ধান্ত নেয় এআইসিটিই।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AAVB0O

December 02, 2017 at 02:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top