আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় ‘তেমবিনের’ প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় ১৮০ জন মানুষ নিহত হয়েছে। এ ঘটনায় আরও অনেক মানুষ নিখোঁজ রয়েছে। ফলে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
রবিবার (২৪ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে- স্থানীয় সময় শনিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম অঞ্চল মিন্দানাও দ্বীপে তেমবিন আছড়ে পড়ে। ঝড়ের সঙ্গে ভারি বৃষ্টিপাতের ফলে অনেক স্থানেই ভূমিধসের ঘটনা ঘটেছে।
দক্ষিণাঞ্চলীয় উঁচু এলাকাগুলো থেকে বন্যার পানি গিয়ে জমছে নিচু এলাকাগুলোতে। ফলে নিচু এলাকাতেই ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।
আবহাওয়া কার্যালয়ের বরাত দিয়ে বলা হয়েছে- তেমবিন ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া মিন্দানাও দ্বীপে আঘাত আনে। দ্বীপের টিউবোড ও পিয়াগাপো শহর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে টুবোড ও পিয়াগাপো শহরের বেশিরভাগ বাড়িই পাথরের নিচে চাপা পড়ায় এসব এলাকায় সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় একটি ওয়েবসাইটে লানাও দেল নোর্তে প্রদেশে ১২৭ জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছে; জামবোয়াঙ্গা উপত্যাকায় প্রায় ৫০ জন এবং লানাও দেল সুরে অন্তত ১৮ জন নিহত হয়েছে বলেও জানিয়েছে তারা।
উল্লেখ্য, এর আগে ‘কাই-তাক’ নামে একটি ঝড় ফিলিপাইনে আঘাত এনেছিল। তাতে প্রায় ৩৩ জনের প্রাণহানির ঘটনা ঘটে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zpFrCL
December 25, 2017 at 12:32AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন