সুরমা টাইমস ডেস্ক :: মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার ইসবপুরে নির্মিত রাবার কাঠ ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের এ প্লান্টের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, পরিবেশ ও বন মন্ত্রণালায়ের সচিব ইসতিয়াক আহমদ।
উদ্বোধন শেষে অতিথি বৃন্ধ তাদের বক্তব্যে বলেন, এ প্লান্টের মাধ্যমে রাবার কাঠ ট্রিটমেন্ট করা হবে। এতে যেমন কোটি কোটি টাকা লাভ হবে, তেমনি পরিবেশ সুরক্ষিত হবে। এ প্লান্টের মাধ্যমে স্থানীয় জনসাধারণও অনেক উপকৃত হবেন। তারাও তাদের কাঠ বা গাছ ট্রিটমেন্ট করে আর্থিকভাবে লাভবান হবেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2BUkcvg
December 08, 2017 at 02:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন