সবজি বিক্রেতাদের মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ

রায়গঞ্জ, ২৩ ডিসেম্বরঃ সবজি বিক্রি করতে গিয়ে বেধড়ক মার খেতে হল সবজি বিক্রেতাদের। ঘটনার প্রতিবাদে শনিবার সবজি বিক্রেতারা রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত পেপার মিল মোড় এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। সবজি বিক্রেতারা সকলেই শেরপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। এদিন প্রায় দেড় ঘণ্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামের কৃষক ও সবজি বিক্রেতারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। এরপর পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, বেশকিছু দিন ধরে রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজারে সবজি বিক্রি করতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয়েছে সবজি বিক্রেতাদের। বিষয়টি পুলিশকে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। এদিন সবজি বিক্রি করতে গেলে স্থানীয় বাজারের কিছু কুলি ও দোকানদাররা তাদের মারধর করে বলে অভিযোগ উঠে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে গোবিন্দপুরের কৃষক ও সবজি বিক্রেতারা ১০এ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, যে সমস্ত কুলি এবং দোকানদারেরা সবজি বিক্রেতাদের মারধর করেছেন, তাঁদের অবিলম্বে গ্রেফতার করা হোক। তা না হলে ফের মাদ্রাসা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন কৃষক এবং সবজি বিক্রেতারা।

কর্ণজোড়া ফাঁড়ির ওসি দিব্যেন্দু দাস জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2l33OAX

December 23, 2017 at 01:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top