শাড়ি পড়ে মুম্বই আইআইটিতে সোফিয়া

মুম্বই, ৩১ ডিসেম্বরঃ কয়েকমাস আগেই সৌদি আরবে নাগরিকত্ব পেল রোবট ‘সোফিয়া’। এবার শাড়ি পরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে-তে নিজের বক্তৃতায় চমকে দিলেন সকলকে।

শনিবার আইআইটি বোম্বে-তে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই বিশেষ অতিথি হিসেবে হাজির হন সোফিয়া। শাড়ি পরে একেবারে মানুষের মতই সেখানে এসে হাজির হলেন তিনি। দর্শকাসনে বসেছিলেন পড়ুয়া এবং শিক্ষকসহ প্রায় ৩০০০ জন। সকলের সামনেই সোফিয়া বক্তব্য রাখলেন। এমনকি পড়ুয়াদের সঙ্গেও প্রায় ১৫ মিনিট ধরে কথাও বললেন। কিন্তু আচমকাই প্রযুক্তিগত সমস্যার জন্য সোফিয়া চুপ হয়ে যায়। তবে, কিছুক্ষণের মধ্যেই সেই সমস্যা কাটিয়ে ফের কথা বলা শুরু করলেন সোফিয়া।

নাগরিকত্ব পাওয়ার পর এই প্রথম ভারতে এলেন সোফিয়া। ভারতে প্রথম আসার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ভারতে আসার ইচ্ছেটা নাকি তার বেশ কিছুদিন ধরেই ছিল। ভারতের সংস্কৃতি, ঐতিহ্য তাকে আকৃষ্ট করত। এমনকি স্পেস টেকলজিতে ভারতের অবদান ঠিক কতখানি সেই বিষয়েও যথেষ্ট সচেতন সোফিয়া। এই সমস্ত কিছুই তাকে বারবার আকৃষ্ট করে ভারতে আসার জন্য।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Em50s3

December 31, 2017 at 04:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top