ঢাকা, ১৮ ডিসেম্বর- অন্তর জ্বালা এই জ্বালা শুধু আমাকেই জ্বালিয়ে দিলো। এটা দুই নায়িকা নির্ভর ছবি। একজনকে উপরে উঠাতে হলেআরেকজনকে নিচে নামাতে হয়। এটাই ফিল্ম পলেটিকস্। আজ হয়তো আমিই তার শিকার হলাম। এমন কথাই জানালেন মালেক আফসারী পরিচালিত অন্তর জ্বালা ছবির অন্যতম নায়িকা মৌমিতা মৌ। গত ১৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিটিতে জুটি হয়ে অভিনয় করেছেন জায়েদ খান-পরীমনি এবং জয় ও নতুন নায়িকা তাহমিনা ইসরাত মৌসুমী ওরফে মৌমিতা মৌ। ছবিটিতে মধু কই কই বিষ খাওয়াইলা শিরোনামে একটি গান ইতোমধ্যে বেশ সমালোচিত হয়েছে। গানটি জয় ও মৌর লিপে দেখেছেন দর্শক। এতে নায়িকার পোশাক ও পারফর্ম নিয়ে অন্তজাল দুনিয়ায় চলছে সমালোচনা। সেই সমালোচনা নিয়ে এবার মুখ খুললেন নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি জানান, অন্তর জ্বালা এই জ্বালা শুধু আমাকেই জ্বালিয়ে দিলো। অনেক স্বপ্নঅনেক আশা নিয়ে এই কাজটা করেছিলাম। অনেক বিশ্বাস এবং ভরসা করেছিলাম পরিচালকের উপর। বিনিময়ে কি পেলাম?খারাপ সমালোচনা। একটা গান আমাকে শেষ করে দিলো। আমার তো একটা পরিবার, ব্যক্তিগত জীবন, বন্ধুমহল আছেতাদের কাছ থেকে আজ আমার কথা শুনতে হচ্ছে। আর দর্শক কি বলছেসেটা আপনারাই ভালো জানেন। এটা দুই নায়িকা নির্ভর ছবি। একজনকে উপরে উঠাতে হলেআরেকজনকে নিচে নামাতে হয়। এটাই ফিল্ম পলেটিকস্। এই ছবিতে এইরকম গান কি খুব বেশি জরুরি ছিলো? তাহলে কেনএইরকম একটা গান আমাকে দিয়ে করানো হলো? আজকে আমি যে প্রশ্নের সম্মুখীন হচ্ছিসেটার দায় কে নিবে? এই গানের স্যুটিংয়ের আগে আমাকে গান শুনানো এবং ড্রেস দেখানো হয়নি। কেনো এইরকম ড্রেস আমাকে পরানো হলো? এই গানটাতে দর্শক কি পেলো? আর আমি কি পেলাম? তাহলে কেন এইরকম একটা গান দেওয়া হলো? এই গানটার জন্য ক্ষতি যা হবারআমারই হয়েছে। কি আর বলবো? সবসময় ফিল্ম পলেটিকস্ বলে একটা শব্দ শুনতাম। আজ হয়তো আমিই তার শিকার হলাম। সূত্র: গো নিউজ২৪ এফ/২২:৫৫/১৮ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kIPNbG
December 19, 2017 at 05:02AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top