নিজস্ব প্রতিনিধি:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘দাতা সংস্থার লোকজন বাংলাদেশকে শুধু সাহায্যই দেয় না, কঠিন শর্তে ঋণ প্রদান করে। দাতা সংস্থার প্রতিনিধিরা কঠিন শর্তে টাকা দেওয়ার জন্য লেগে থাকে। বাংলাদেশের বাজেটে একটি বড় অঙ্কের টাকা থাকে ঋণ পরিশোধের জন্য।
দাতারা মোহব্বতের জন্য ঋণ দেয় না, তাদের দেওয়া ঋণের সঙ্গে সুদ সমেত টাকা পরিশোধ করতে হয়। তাদের কোমল সুদ, নমনীয় সুদ, সরল সুদ আসলে তত কোমল নয়। আমরা এ পরিবেশ থেকে বেরিয়ে আসতে চাই।’
সুনামগঞ্জে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। শনিবার (৯ ডিসেম্বর) শহরের সার্কিট হাউসের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী বলেন, ‘দাতারা সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বললেও ঋণ দেওয়ার ক্ষেত্রে তাদের কিছু কন্ডিশন ও শর্ত থাকে। যেমন-তাদের সঙ্গে করা চুক্তিমতো তদের নির্ধারণ করা স্বদেশি ও বিদেশি উপদেষ্টা নিয়োগ এবং যন্ত্রপাতি ক্রয় এরকম শর্তগুলোর টাকাও ঋণ থেকে পরিশোধ করতে হয়। আরও কিছু শর্ত থাকে তাদের পূর্ব নিধারিত দেশ ও অঞ্চল থেকে যন্ত্রপাতি কিনতে হবে। এসব শর্ত দেশের জন্য কল্যাণ বয়ে আনে না।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর বার্তা হলো বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে। আমরা সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। কয়েক বছর পরে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে যাবো। সেজন্য জগনগণের সহযোগিতার প্রয়োজন।’
সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. শামছুন নাহার রব্বানী শাহানার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলেদেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীসহ অতিথিরা। দিনব্যাপী কর্মশালায় জেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ApJRz5
December 09, 2017 at 08:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন