মুম্বাই, ১৪ ডিসেম্বর- সালটা ১৯৮০ ৷ আজকে যেমন লিভিং রিলেশনশিপ খুব সহজ বিষয় ৷ তখন এতটা ছিল না ৷ বিয়ে ছাড়া একজন পুরুষ ও একজন মহিলা একসঙ্গে থাকলে, সমাজের চোখে না অপরাধ ৷ সেই অপরাধটাই করে বসেছিলেন হিন্দি ছবির খ্যাতনামা অভিনেত্রী স্মিতা পাটিল ৷ ১৭ অক্টোবর তাঁর জন্মদিনে শুধু সিনেমার পর্দায় নয়, তাঁর জীবন পর্দার গল্পও যেন বার বার নাড়া দেয় ৷ তাই তো মৃত্যুর এত বছর পরেও, স্মিতার কথা উঠলেই, এক সাহসী, অসামান্য অভিনেত্রীর কথা মনে পড়ে যায় ৷ সিনেমার পর্দায় বরাবরই একেবারে অন্যধারার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে, মশালা ছবির বাইরে আর্ট ঘরানার ছবিতে অভিনয় করেই বেশি জনপ্রিয় হয়েছিলেন স্মিতা ৷ আর কেরিয়ারে উর্ধ্ব গগণে থাকার সময়েই অভিনতা রাজ বব্বরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন স্মিতা ৷ রাজ বব্বরের সঙ্গে প্রেম তো করে বসেন স্মিতা ৷ রাজও স্মিতার প্রেমে হাবুডুবু ৷ অন্যদিকে তখন রাজ বিবাহিত৷ দুসন্তানের বাবা ৷ রাজ ও স্মিতার প্রেমকে মেনে নিতে পারেন না রাজের পরিবার ৷ পরিণাম, স্মিতার প্রেমকে স্বীকৃতি দিতে রাজ বব্বর বাড়ি ছাড়েন, পরিবার ছাড়েন ৷ বিয়ে না করেই থাকতে শুরু করেন রাজ বব্বরের সঙ্গে ৷ সমাজ রাজ ও স্মিতার এই সম্পর্ককে ভালো চোখে দেখেনি ৷ সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল বলিউডে ৷ কিন্তু হাল ছাড়েননি স্মিতা ৷ কিন্তু নিয়তি তো অন্য কিছুই লিখে রেখেছিল স্মিতার কপালে ! স্মিতার অসাধারণ অভিনয়কে স্বীকৃতি দেওয়ার জন্য বলিউডে এখনও স্মিতা পাটিল পুরস্কার দেওয়া হয় ৷ মির্চ মশালা, আজ কি আওয়াজ, বাজার ছবিতে অভিনয় করে প্রশংসা পান স্মিতা ৷ পদ্মশ্রীও পেয়েছেন তিনি ৷ স্মিতা ও রাজ বব্বরের সন্তান প্রতীকও বর্তমানে বলিউডের অভিনেতা ৷ সূত্র: News18 Bangla এফ/১৫:৫৪/১৪ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yr2dJX
December 14, 2017 at 10:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top