মুম্বাই, ২৭ ডিসেম্বর- ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর জন্মেছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। আজ তার জীবনের ৫২তম বছরে পা রাখলেন। বলিউডে তার জন্মদিনকে ঘিরে আনন্দের উপলক্ষ চলছে। সহকর্মীরা নানা রকম উপহার, শুভেচ্ছা পাঠাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বইছে শুভেচ্ছা আর ভালোবাসার বন্যা। তবে নিজের জীবনের বিশেষ দিনটিতে হয়তো সেরা উপহারটি তিনি পেয়েছেন বন্ধু শাহরুখ খানের কাছ থেকেই। বন্ধু সালমানের জন্মদিনে গান গেয়ে শুভেচ্ছা জানালেন বলিউড বাদশা। বলিউডের জনপ্রিয় দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান। পর্দার বাইরে দুজন বেশ ভালো বন্ধুও। তাদের বন্ধুত্বের প্রমাণ মিলেছে এর আগেও বহুবার। দুই খানের সম্পর্ক ভালো না বলে দাবি করা নিন্দুকদের সামনে নতুন স্বাক্ষর রাখলেন শাহরুখ সেই বন্ধুর জন্য গান গেয়ে। আরও পড়ুন: চলচ্চিত্রে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানা গেছে, জন্মদিন উপলক্ষে সালমান তার ফার্মহাউজে পরিবার ও সহকর্মীদের নিয়ে জাকজমকপূর্ণ পার্টির আয়োজন করেছেন। তবে ব্যস্ততার কারণে মুম্বাই ছেড়ে সেখানে যেতে পারছেন না শাহরুখ। গতকাল এক সংবাদ সম্মেলনে গনমাধ্যমকর্মীদের সামনেই সালমানকে শুভেচ্ছা জানিয়ে হিন্দি গানের দুটি গান গেয়ে শোনান এই বলিউড কিং। সেইসঙ্গে প্রত্যাশা ব্যক্ত করেন, সালমান দীর্ঘদিন বেঁচে থাকুন। এছাড়াও ব্যস্ততার কারণে সালমানের ফার্মহাউজে যেতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি। সালমানকে চমক দেবার কথাও জানালেন শাহরুখ। প্রসঙ্গত, এই তারকা জুটি একসঙ্গে করণ অর্জুন, কুচ কুচ হোতা হ্যায় ও হাম তুমহারে সনম ছবিতে কাজ করেছিলেন। সূত্র: জাগো নিউজ এফ/১৬:৪৫/২৭ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BX89Bk
December 27, 2017 at 10:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top