নির্বাচনে প্রার্থীরা হলেন-আলকাছ আলী (আপেল প্রতিক), আয়াজ আলী (টিউবওয়েল প্রতিক), জামাল আহমদ (তালা প্রতিক), জামাল উদ্দিন (ফুটবল প্রতিক) ও রমজান আলী (মোরগ প্রতিক) পেয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডের সদস্য তাজ উল্লা চলিত বছরের ৩ জুলাই ইউপি পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের মধ্যে হাতাহাতি ঘটনা থামতে গিয়ে নিহত হওয়ায় তাঁর পদটি শূন্য হয়ে যায়। এ পদটি পূরণে এ ওয়ার্ডে পুনঃ নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন অফিস সূত্রে জানগেছে, উপজেলার রামপাশা ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে কেন্দ্র ১টি, বুথ সংখ্যা ৮টি, ভোটার ২৮৯০জন।
এব্যাপারে বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোওয়ার বলেন, উপজেলার রামপাশা ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৫জন প্রার্থী অংশগ্রহন করছেন। বৃহস্পতিবার প্রার্থীদের মধ্যে প্রতিক বরদ্দ দেয়া হয়েছে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2AD2GeM
December 07, 2017 at 04:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন