বিশ্বনাথে উপ-নির্বাচনে ৫ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ

index-4মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ ওয়ার্ডে নির্বাচিত ইউপি সদস্য তাজ উল্লা মৃত্যু হওয়ায় শূন্যস্থান পূরণে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতি পূর্বে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৭ নভেম্বর। নির্বাচনে অংশগ্রহন করতে ৫ প্রার্থী মনোনয়নপত্র উপজেলা নির্বাচন কার্যালয়ে জমা দেন। গতকাল বুধবার প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। কিন্তু কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। বৃহস্পতিবার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হবে।
নির্বাচনে প্রার্থীরা হলেন-আলকাছ আলী (আপেল প্রতিক), আয়াজ আলী (টিউবওয়েল প্রতিক), জামাল আহমদ (তালা প্রতিক), জামাল উদ্দিন (ফুটবল প্রতিক) ও রমজান আলী (মোরগ প্রতিক) পেয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডের সদস্য তাজ উল্লা চলিত বছরের ৩ জুলাই ইউপি পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের মধ্যে হাতাহাতি ঘটনা থামতে গিয়ে নিহত হওয়ায় তাঁর পদটি শূন্য হয়ে যায়। এ পদটি পূরণে এ ওয়ার্ডে পুনঃ নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন অফিস সূত্রে জানগেছে, উপজেলার রামপাশা ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে কেন্দ্র ১টি, বুথ সংখ্যা ৮টি, ভোটার ২৮৯০জন।
এব্যাপারে বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোওয়ার বলেন, উপজেলার রামপাশা ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৫জন প্রার্থী অংশগ্রহন করছেন। বৃহস্পতিবার প্রার্থীদের মধ্যে প্রতিক বরদ্দ দেয়া হয়েছে।


from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2AD2GeM

December 07, 2017 at 04:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top