জৈন্তাপুরে হোসেন হত্যা মামলার ২ আসামীসহ ০৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারী দখলকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত হোসেন আহমদ হত্যা মামলার এজাহারভূক্ত ২ আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

হোসেন আহমদ হত্যা মামলার এজাহার ভূক্ত আসামী গতকাল শনিবার (০৯ই ডিসেম্বর) রাতে কুমিল্লায় যাওয়ার প্রাক্কালে সিলেট রেল ষ্টেশন হতে পুলিশ তাদের গ্রেফতার করে।

আসামীরা হলো- জৈন্তাপুর ইউনিয়নের ২নং লক্ষীপুর গ্রামের ডা. আবুল কাশেমের ছেলে আব্দুল করিম (২৮), আদর্শ গ্রামের রজব আলীর ছেলে মাইজুল ইসলাম (৩০) সহ এবং ১নং লক্ষীপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে সাইদুল ইসলাম সোহেল (৩০)।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মো: ময়নুল জাকির বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীরা পালিয়ে যাওয়ার সময় সিলেট রেল ষ্টেশন হতে তাদেরকে আটক করে জৈন্তাপুর থানায় আনা হয়। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2nKC9JI

December 10, 2017 at 08:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top