কূলভূষণের মা-স্ত্রীকে অপমান করেছে পাকিস্তানঃ সুষমা

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বরঃ কূলভূষণের সামনে মা ও স্ত্রীকে বিধবা হিসাবে দেখানোর জন্যই তাঁদের কপালের টিপ ও মঙ্গলসূত্র খুলতে বাধ্য করেছিল পাকিস্তান। সংসদে আজ কূলভূষণ যাদব ইশ্যুতে এভাবেই পাক সরকারকে আক্রমণ করলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সুষমা আরও বলেন, কূলভূষণের মা-স্ত্রীকে চূড়ান্ত অপমান করেছে পাকিস্তান কূলভূষণকে হিন্দি ও ইংরাজিতে কথা বলতে বাধ্য করেছিল পাক আধিকারিকরা। কূলভূষণকে মা-স্ত্রীর বারবার বলতে বলা হয়েছিল যে, সে একজন গুপ্তচর। কূলভূষণের মা ছেলের সঙ্গে মারাঠিতে কথা বলার চেষ্টা করলেও সেই সময় ইন্টারকম বন্ধ করে দেওয়া হয়। সুষমা বলেন, বৃহস্পতিবার সকালে তিনি কূলভূষণের মা অবন্তীদেবীর সঙ্গে কতা বলেন। অবন্তী কান্নাভেজা গলায় তাঁকে জানিয়েছেন, মঙ্গলসূত্র না খোলার জন্য বারবার অনুরোধ করলেও তা শুনতে চায়নি পাক আধিকারিকরা। মঙ্গলসূত্র দেখতে না পাওয়ায় কূলভূষণ প্রথমেই অবন্তীদেবীর কাছে বাবার কথা জানতে চান বলে সুষমা তাঁর বিবৃতিতে জানিয়েছেন। সুষমা বলেন, কূলভূষণ যাদবকে পাকিস্তান নিজেদের ‘প্রোপাগান্ডা টুল’ হিসাবে ব্যবহার করতে চাইছে। কূলভূষণের মা ও স্ত্রীর জুতো খুলে নেওয়া ও জুতোয় আপত্তিকর জিনিস পাওয়ার বিষয়টিকেও হাস্যকর ও অবাস্তব বলে বলেছেন সুষমা। তিনি বলেন, দুজন দুটি আন্তর্জাতিক উড়ানে চেপে পাকিস্তানে গিয়েছিলেন। কোথাও জুতোর ভিতর কিছু ধরা পড়েনি। কূলভূষণের স্ত্রী চেতনকুল শাড়ি পড়েছিলেন, কিন্তু তাঁকে সালোয়ার কামিজ পড়তে বাধ্য করা হয় বলে সুষমা এদিন জানান।

 

ফাইল ছবি



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2pJpYOp

December 28, 2017 at 01:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top