মহেশখালীতে দুই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

সুরমা টাইমস ডেস্ক:: কক্সবাজারের মহেশখালীর বিমানবাহিনীর দুইটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ বিধ্বস্তের ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহেশখালীতে দুইটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুই বিমান থেকে চারজন পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার কাজ অব্যাহত আছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে।
এদিকে, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, বাংলাদেশ বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্তের পর তাতে আগুন ধরে যায়। বিমান দুটির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
কক্সবাজার থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, কক্সবাজারের মহেশখালীতে প্রশিক্ষণের সময় দুটি বিমান বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে একটি পুটিবিলায় ও অপরটি ছোট মহেশখালীর মাইজ পাড়ায়।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম জানান, আগুন নেভাতে ও উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের দুটি টিম কাজ করছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2C0yiPK

December 28, 2017 at 12:10AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top