ঢাকা, ২১ ডিসেম্বর- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা স্বজনদের সঙ্গে সময় কাটানোর পর দেশে ফিরেছেন। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কানাডায় যান এই অভিনেত্রী। সেখানে তার একমাত্র ছেলে অনিকের সঙ্গে ছিলেন। পড়াশুনার জন্য কানাডাতেই থাকেন অনিক। ছেলের সঙ্গে বেশ কিছুদিন ছিলেন ববিতা। সম্প্রতি ঢাকায় ফিরেছেন ববিতা। তিনি জানালেন, কানাডায় এখন প্রচুর তুষারপাত। এর মাঝেই ছেলেকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন। নিজের হাতে ছেলেকে রান্না করে খাইয়েছেন। কানাডায় বেড়ানো শেষে ভাইয়ের পরিবারের সঙ্গে সময় কাটাতে যান যুক্তরাষ্ট্র। আরও পড়ুন: বিশ্বের হার্ড রকব্যান্ড গুলোর মধ্যে চতুর্থস্থানে বাংলাদেশের ওয়ারফেজ ১৯৬৮ সালে সংসার চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন ববিতা। ছবিতে নায়করাজ রাজ্জাকের মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর জহির রায়হানের জ্বলতে সুরুজ কী নীচ, এহতেশামের পীচঢালা পথ ও শেষ পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৭৩ সালে কলকাতার প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের অশনি সংকেত চলচ্চিত্রে অনঙ্গ বউ চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পুরস্কার ও খ্যাতি লাভ করেন। সত্তরের দশকে অভিনয়ের মাধ্যমে তিনি গোটা দশকের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। টাকা আনা পাই ছবিটি ছিল তার জন্য টার্নিং পয়েন্ট। পরিচালনা করেছিলেন জহির রায়হান। এরপর তিনি নজরুল ইসলামের স্বরলিপি ছবিতে অভিনয় করেন যা ছিল সুপারহিট সিনেমা। সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। ক্যারিয়ারে প্রায় চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন ববিতা। এখনো দর্শকের হৃদয়ে গেঁথে আছেন এই অভিনেত্রী। সূত্র: আরটিভি অনলাইন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BztFvy
December 21, 2017 at 11:33PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন