ঢাকা, ২৫ ডিসেম্বর- আগামী ৬ জানুয়ারি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দেয়া হবে ২০১৭ সালের বর্ষসেরা এই ক্রীড়া পুরস্কার। মূলত ২০১৭ সালের পারর্ফমের ভিত্তিতে ১৪টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হবে। এ বছর থেকে তৃণমুলের ক্রীড়া ব্যক্তিত্ব ক্যাটাগরিতেও একজনকে পুরস্কৃত করার ধারা চালু করা হয়েছে। প্রথমবার এই পুরস্কার পাচ্ছেন কলসিন্দুরের ফুটবল বিপ্লবের নেপথ্য কারিগর মফিজুল হক। ইতোমধ্যেে এ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায়ও প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এতে ক্রিকেট, ফুটবল, শ্যুটার আলাদা আলাদা খেলার জন্য বর্ষসেরা পুরস্কার দেয়া হয়। এছাড়া অনলাইনে দর্শকদের সরাসরি ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের জন্য চার জনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ক্রিকেটের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, অল-রাউন্ডার মাহমুদ উল্লাহ রিয়াদ এবং ফুটবলার জাফর ইকবাল। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ক্রীড়াবিদ পাবেন এই পুরস্কার। বিভিন্ন ক্রীড়া থেকে শ্রেষ্ঠত্বের বিচারে সেরা পুরস্কারের জন্য মনোনীত ক্রীড়াবিদ, কোচ, পৃষ্ঠপোষকের নাম আজ ঘোষণা করা হয়েছে। এতে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে মনোনীত হয়েছেন সাকিব আল হাসান, বর্ষসেরা ফুটবলার জাফর ইকবাল, বর্ষসেরা দাবাড়ু এনামুল হোসেন রাজীব, বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড় সোনম সুলতানা সোমা। আরও পড়ুন: আগামী বিপিএলের জন্য গেইলের সাথে চুক্তি হয়ে গেছে বর্ষসেরা শ্যুটার হিসেবে মনোনীত হয়েছেন অর্নব সারার লাদিফ, বর্ষসেরা সাঁতারু জোনায়না আহমেদ, বর্ষসেরা উদীয়মান অ্যাথলেট জহির রায়হান, বর্ষসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন (ক্রিকেট), বর্ষসেরা সংগঠক মাহফুজা আক্তার কিরণ (ফুটবল), বর্ষসেরা পৃষ্ঠপোষক রবি। ইচ্ছা করলে আপনিও অনলাইনে ভোট দিতে পারেন মাশরাফি-সাকিবসহ আপনার পছন্দের খেলোয়াড়কে। এর জন্য প্রথমে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির ওয়েবসাইটে যেতে হবে। তার পর আপনার পছন্দের খেলোয়াড়কে ভোট দিতে পারবেন। উল্লেখ্য, ১৯৬২ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হবার দুই বছর পর অর্থাৎ ১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও সংশ্লিষ্টদের পুরস্কৃত করার এই ধারা চালু করেছে বিএসপিএ। অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে কয়েকশ ক্রীড়াবিদ, সংস্থা ও প্রতিষ্ঠান দেশের সবচেয়ে প্রাচীন এই পুরস্কারের মর্যাদায় ভুষিত হয়েছে। সূত্র: গো নিউজ২৪ আর/১০:১৪/২৫ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2laIzxu
December 26, 2017 at 06:31AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন