রাজ্যে দূর্বল শীতে, নেপথ্যে পশ্চিমী ঝঞ্ঝা

কলকাতা, ১৯ ডিসেম্বরঃ সকাল থেকেই শহরজুড়ে শীতের আমেজ রয়েছে। কিন্তু আবহাওয়া দফতর বলছে, ঠান্ডা আসলে সেভাবে তার প্রভাব নেই। বরং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। সৌজ্যনে আফগানিস্তান, পাকিস্তান হয়ে উত্তর ভারত পর্যন্ত বিস্তৃত পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই আপাতত উত্তুরে হাওয়া কিছুটা দুর্বল হয়ে পড়েছে। ফলে পারদও ঊর্ধ্বমুখী।

মঙ্গলবার সকালে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, সেখানে সোমবার তা বেড়ে দাঁড়িয়েছিল ১৫.৮-এ। এ দিন তা সামান্য বেড়ে ১৫.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। যদিও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে রয়েছে।

এর ফলে আগামী ২দিন তাপমাত্রা এরকমই থাকার সম্ভাবনা রয়েছে। ঠান্ডার আমেজ বজায় থাকলেও তাপমাত্রা আর নামার সম্ভাবনা নেই।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BItqxy

December 19, 2017 at 04:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top