মোহালি, ১৩ ডিসেম্বর - আজকের দিনটা যেন এভাবেই বার বার ফিরে আসে রোহিতের জীবনে। মাঠে রোহিত যখন বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ক্রিকেটে তৃতীয় ডাবল সেঞ্চুরি করে উচ্ছ্বাস প্রকাশ করছেন, গ্যালারিতে তখন স্ত্রী রীতিকার চোখে জল। অঝরে কাঁদছেন হিটম্যান-এর সহধর্মিণী। আর সেই আনন্দ অশ্রুর মধ্যেই লুকিয়ে সমস্ত চাওয়া-পাওয়া। কারণ দিনটা যে রোহিত-রীতিকার দ্বিতীয় বিবাহবার্ষিকী৷ লেডি লাক কেমন হয় রোহিত খুব ভালো করেই জানেন। ২০১৫-র ১৩ ডিসেম্বর বিয়ের পর থেকে ক্রমশ উপরের দিকেই উঠেছে রোহিতের পারফরমেন্স গ্রাফ। তার মধ্যে মাস ছয়েক চোটের জন্য বাইরেও কাটাতে হয়েছে৷ কিন্তু ফিরে এসেই বাইশ গজে সেই হিট শো। চলতি সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে টানা দুটি সেঞ্চুরি করে টিম ইন্ডিয়ার টেস্ট দলে নিজের জায়গাটা পাকা করে নেন রোহিত৷ আর বিয়ের ঠিক দু বছরের মাথায় রোহিতের ব্যাটে এল ডাবল সেঞ্চুরি৷ পাশাপাশি ভারত অধিনায়ক হিসাবে ওয়ান ডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরির মালিক হলেন মুম্বইয়ের এই ডানহাতি৷ কিন্তু এদিম মোহালির গ্যালারিত বসে থাকা মেয়েটি কি এত স্ট্যাট বোঝেন? রীতিকাকে জিজ্ঞাসা করলে, তিনি এক বাক্যেই বলে দিতেন না। তিনি বোঝেন একটাই কথা, ১৩ ডিসেম্বর ২০১৫ মুম্বই আর ১৩ ডিসেম্বর ২০১৭ মোহালি৷ আর দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে স্বামীর ব্যাটে দ্বি-শতক। ক্রিকেটারের স্ত্রীর কাছে অ্যানিভারসারিতে এর থেকে ভালো উপহার কিই-বা হতে পারে! আনন্দাশ্রুতে ঝাপসা হয়ে থাকা রীতিকা দেখলেন মাঠ থেকে ফ্লাইং কিস উড়ে এল তাঁর দিকে। ম্যাচ শেষে রোহিত যাই উপহার দিক না কেন, তা যেন তুচ্ছ৷ সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি ওয়েডিং রিং-এ চুম্বন করে রীতিকার উদ্দেশ্যে তা ছুঁড়ে দিলেন হিট ম্যান৷ রীতিকার কাছে যা বোধহয় কোটি টাকার হীরের চেয়েও দামি! বিরাট কোহলির অনুপস্থিতিতে দেশকে প্রথমবার নেতৃত্ব দিয়ে শুরুটা ভালো না-হলেও দ্বিতীয় ম্যাচেই বাজিমাত রোহিতের৷ ধমরশালায় রান না-পাওয়া রোহিত মোহালিতে যেন লেডি লাক সঙ্গে নিয়ে ব্যাট করতে নেমেছিলেন৷ প্রথম ও দ্বিতীয় ডবল সেঞ্চুরি এসেছিল ২০১৩ ও ২০১৪। প্রথমটি বেঙ্গালুরুর চিন্নাস্বামীর বাইশ গজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। রোহিত করেছিলেন ২০৯। দ্বিতীয়টি বিশ্বের সর্বোচ্চ ওয়ান ডে স্কোর। চার বছর আগে ১৩ নভেম্বর ক্রিকেটর নন্দনকাননে ব্যাট হাতে বিস্ফোরণ ঘটিয়েছিলেন রোহিত৷ ২৬৪ রানের রাজকীয় ইনিংস খেলেন চমকে দিয়েছিলেন ক্রিকেটবিশ্বকে৷ বুধবার মোহালিতে সিরিজের মরণ-বাঁচন ম্যাচে ক্যাপ্টেনস নক খেললেন রোহিত৷ খেললেন ২০৮ রানের অপরাজিত ইনিংস৷ বিশেষ দিনে প্রেমিক রোমিও বোধ হয় নিজেকে ভাগ্যবান মনে করতেন প্রেমিকা জুলিয়েটকে ভালোবাসার এমন উপহার দিতে পারলে! এমএ/০৯:৪০/১৩ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2AzrM1o
December 14, 2017 at 03:43AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন