মুম্বই, ২৪ ডিসেম্বরঃ শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত। আজ তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে ভারতের সামনে ১৩৬ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল শ্রীলঙ্কা।
সিরিজ জয় আগেই হয়ে গিয়েছে। আজ তাই নিয়মরক্ষার ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন হয়েছিল ভারতীয় দলে। পেসার জসপ্রীত বুমরাহ ও যুজবেন্দ্র চাহলকে বিশ্রাম দিয়ে তাঁদের বদলে দলে নেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দর ও মহম্মদ সিরাজকে।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট খুইয়ে চাপে পড়ে যায় লঙ্কাবাহিনী। আসেলা গুণরত্নে (৩৬) এবং দাসুন শানাকা (২৯) দৌলতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে শ্রীলঙ্কা।
২টি করে উইকেট নেন জয়দেব উনাদকত ও হার্দিক পাণ্ডিয়া। একটি করে উইকেট নেন ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।
জবাবে ব্যাট করতে নেমে ৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত। মনীশ পান্ডে (৩২) ও শ্রেয়স আইয়ার ৩০ রান করেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2l7xUDK
December 24, 2017 at 11:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.