নিজস্ব প্রতিনিধি:: সিলেটের হবিগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর ওপর হামলার অভিযোগে গ্রেফতার দুই ব্যক্তির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ রবিবার (১০ই ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন। হবিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আদালত দুই ব্যক্তির প্রত্যেকের এক দিনের পুলিশ রিমান্ড ও তিন দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।’
অভিযুক্ত এ দুই ব্যক্তি হলো-বাহুবল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারা মিয়া ও জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদ। গত ৬ই ডিসেম্বর তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন জানানো হয়। পরে আজ ১০ই ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন আদালত। রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করেন সিএসআই সিরাজ ও সুজন। আসামি পক্ষে মামলা শুনানি করেন অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১০ই নভেম্বর বাহুবলের বেদেপল্লিতে সরকারি অনুদানের চেক হস্তান্তর করতে যান সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। ওই অনুষ্ঠানে তার ওপর হামলা করেন তারা মিয়া, সাহেদ ও তাদের অনুসারীরা। এ সময় সংসদ সদস্য কেয়া চৌধুরী আহত হন।
পরে গত ১৮ই নভেম্বর রাতে উপজেলার লামাতাসী ইউনিয়নের ১ নম্বর (সাধারণ ওয়ার্ড ১, ২ ও ৩) সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পারভীন আক্তার তারা মিয়া, আলাউর রহমান সাহেদ ও জসিম মিয়াসহ অজ্ঞাত ১৪/১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে গত ৫ ডিসেম্বর রাতে ঢাকা থেকে তারা মিয়া ও শাহেদকে গ্রেফতার করে হবিগঞ্জ ডিবি পুলিশ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2AtFyT6
December 11, 2017 at 12:13AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন