অনুর্ধ্ব ১৯ ছেলেদের সঙ্গে দেখা করলেন বিরাট

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বরঃ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ শুরু হচ্ছে ১৩ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডে। তাই দক্ষিণ আফ্রিকা সফরে পাড়ি জমানোর আগে অনুর্ধ্ব ১৯ ছেলেদের সঙ্গে দেখা করলেন ভারত অধিনায়ক।

এই অনুর্ধ্ব ১৯ দলের কোচিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন রাহুল দ্রাবিড়। দলের অধিনায়কত্বের ব্যাটন রয়েছে পৃথ্বী শ-এর হাতে।  এইসময় দ্রাবিড় বিরাটকে আবেদন করেছিলেন ছোট ছেলেদের মনোবল বুস্ট করার জন্য তাঁদের সঙ্গে কথা বলতে। সিনিয়রের কথা অনুযায়ি তাঁর পৃথ্বী এন্ড কোংকে পেপ টক দেন বিরাট। সাংবাদিক সম্মেলনেও জুনিয়র দলের বিশ্বকাপ অভিযান নিয়ে দারুণ আশাবাদী দেখিয়েছে ক্যাপ্টেন কোহলিকে।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা সফরের জন্য পুরো টিম ইন্ডিয়া ফোকাসড। অধিনায়ক বিরাট কোহলি বিয়ের মোড থেকে বার হয়ে এসে ক্রিকেট মোডে। জানিয়ে দিয়েছেন ক্রিকেট তাঁর রক্তে। লাগাতার টেস্ট- একদিনের –টি২০ ক্রিকেটে ধামাকা দেখিয়েছে ভারত। এই অবস্থায় দল নিয়ে দক্ষিণ আফ্রিকা যাওয়া যেরকম বড় চ্যালেঞ্জ, তেমনি নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া ক্যাপ্টেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Cg76cy

December 28, 2017 at 01:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top